Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Previous Mamlal Ray

মোকদ্দমার নং-             গ্রাম্ আদালত

                       মোকদ্দমার অর্ডার সিট

                 ORDER SHEET

              বাটিয়াঘাটা গ্রাম্য আদালত

           ২নং বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদ

           উপজেলা- বটিয়াঘাটা জেলা-খুলনা।

  তারিখ

           যে আদেশ দেওয়া হইল

   স্বাক্ষর

২৩/০৬/২০১৩

 

 

 

 

 

 

 

 

 

 

০৭/০৭/২০১৩

 

 

 

২১/০৭/২০১৩

 

 

 

১৮/০৮/২০১৩

 

 

 

 

বাদী ও বিবাদী উপস্থিত আছে। বাদী উপস্থিত হয়ে জানান যে, আমাদের পিতা বিভূতি ভূষন বিশ্বাস মারা যাওয়ার পর আমারা আমাদের স্থাবর অস্থাবর সম্পতি সকলের সম্মতি ক্রমে বিভিন্ন প্লাট এক একজনকে ছেড়ে দিয়ে ভাগ জোক করে খাই। কোন পুরো মাপ জোক করে নয়। কিন্তু বসত  ভিটা সেভাবে ভাগ জোক হয় নি। সেখান কার ফলমুল কিছুই আমি বুঝে পাইনা। পরবর্তীতে আমি একটি ঘরে দরজা লাগাই তা ওরা (তাপস) ভেঙ্গে ফেলে। উভয় পক্ষের যা সমস্যা তাতে বসে ভাগ বাটোয়ারা এবং মাপ জোক প্রয়োজন। উক্ত বিষয়ে আগামী ০৫/০৭/২০১৩ তারিখ বাদীর বাড়ীতে বসাবসি হবে সকাল ১০ ঘটিকায়। পরবর্তী দিন নিধারন করা হল ০৭/০৭/২০১৩ তারিখ।

 

 

বাদী, বিবাদী উপস্থিত নেই। বিবাদী পক্ষি ফেনে জানায় তাদের ভাই অসুস্থ, আমাদেরকে সময় দেয়া হোক। পরবর্তী দিন নিধারন করা হলো ২১/০৭/২০১৩ তারিখ।

 

বাদী, বিবাদী কেহ উপস্থিত নেই। পরবর্তী দিন নিধারন করা হলো ১৮/০৮/২০১৩ তারিখ।

 

 

বাদী উপস্থিত আছে, বিবাদী পক্ষ উপস্থিত নেই। স্থানীয়ভাবে  অনুপ বিশ্বাস ও অন্যানরা থেকে মিমাংশার কথা বলে ছিল। তাদের আবার দায়ীত্ব দেওয়া হলো। পরবর্তী দিন নিধারন করা হলো ০১/০৯/২০১৩ তারিখ।

 

 

 

 

 

 

 

 

 

 

স্বাক্ষর আগষ্ট

২৩/০৬/১৩

 

 

 

 

স্বাক্ষর আগষ্ট

০৭/০৭/১৩

 

 

 

স্বাক্ষর আগষ্ট

২১/০৭/১৩

 

 

 

স্বাক্ষর আগষ্ট

১৮/০৮/১৩

০১/০৯/২০১৩

 

 

 

২২/০৯/২০১৩

 

 

 

 

 

২০/১০/২০১৩

 

বাদী, বিবাদী কেহ উপস্থিত নেই। পরবর্তী দিন নিধারন করা হলো ২২/০৯/২০১৩ তারিখ।

 

 

বাদী উপস্থিত আছে, বিবাদী পক্ষ উপস্থিত নেই। স্থানীয়ভাবে মিমাংশার কথা ছিল। কিন্তু তারা অপরকতা প্রকাশ করেছেন। তাদের নিকট পুনরায় শুনে সমস্যা সমাধনা সম্ভাব না হলে কেস্ খারিজ করা হবে। পরবর্তী দিন নিধারন করা হলো ২০/১০/২০১৩ তারিখ।

 

বাদী উপস্থিত আছে, বিবাদী পক্ষ আজ ও উপস্থিত নেই। তাতে মনে হয় বিবাদীরা অত্র আদালতের মাধ্যামে এই বিষয় মিমাংশা করতে চায় না। এজন্য বাদিকে উচ্চতর আদালতের বা কোন প্রশাসনিক কর্মকতার মাধ্যামে বিষয়টি নিসপতি করার পরামর্শ দেওয়া হল।

 

স্বাক্ষর আগষ্ট

০১/০৯/১৩

 

 

 

 

স্বাক্ষর আগষ্ট

২২/০৯/১৩

 

 

 

 

স্বাক্ষর আগষ্ট

২০/১০/১৩