২নং বটিয়াঘাটা ইউনিয়নে প্রখ্যাত ব্যাক্তি হিসাবে জিনি সকলের মনে চিরঅমর হয়ে আছেন তিনি হলেন বাবু বিভূতী ভূষন গাইন ওরেফ বিশ্বাস। তার নামে বটিয়াঘাটা সরকারী কলেজে তিনি জমি দান রয়েছে। এবং তিনি হোগলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় জমি দান রয়েছে । বাবু বিভূতী ভূষন গাইন ওরেফ বিশ্বাস ২০০৯ সালে মৃত্যৃ বরন করেন।